ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পঞ্চম দিনেও পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সৈকত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২১, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঈদের পঞ্চম দিনেও পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সৈকত।

ঈদের পঞ্চম দিনে পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সৈকত। হাজার হাজার পর্যটকের উন্মাদনায় প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকত। ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম থাকলেও শুক্রবার সকাল থেকেই পর্যটকের আগমন ঘটতে থাকে।

জানা গেছে, ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম ছিল।

তবে ঈদের পঞ্চম দিন শুক্রবার জিরো পয়েন্ট থেকে শুরু করে পুরো সৈকতজুড়ে পর্যটকদের পদচারণা দেখা গেছে। আগত এসব পর্যটকরা আনন্দ উল্লাস ও সমুদ্রস্নানে মেতেছেন।
তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকতসহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। একই সাথে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনার ধুম লেগেছে।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখন কুয়াকাটার সৈকতে আসতে ঢাকা থেকে কক্সবাজারের চেয়ে কম সময় লাগে। তাই অনেকেই কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে।

আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে।