নিজস্ব প্রতিবেদক :: ভোলায় বাজারের ব্যাগে ১ কেজি গাঁজাসহ যুবক আটক
ভোলার লালমোহন উপজেলায় এক কেজি গাঁজাসহ মো. রিপন নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে,বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রিপন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার মো. নূরুল ইসলাম দফাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যুবক রিপন একটি বাজারের ব্যাগে করে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে দক্ষিণ ফুলবাগিচা এলাকা হয়ে গজারিয়া যাচ্ছেন। ওই সংবাদের ভিত্তিতে দ্রুত লালমোহন ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা এলাকায় পুলিশের একটি চৌকস টিমের সম্বনয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে তাকে আটকের পর তার হাতে থাকা বাজারের ব্যাগটিতে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা পাওয়া যায়।
এসআই আবু ইউসুফ আরো জানান, এরপর তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আটককৃত রিপনকে আদালতে পাঠানো হয়েছে। রিপনের বিরুদ্ধে মাদকসহ আরো কয়েকটি মামলা রয়েছে।