নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে পাগল কুকুর কামড়ে নিয়েছে গৃহবধূর আঙ্গুল, আহত আরও ৫
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে কুকুর ফাতেমা নামে একজন গৃহবধূর ডান হাতের আঙ্গুল কামড়ে নিয়ে গেছে। এ সময় কুকুরের কামড়ে ওই গৃহবধূসহ ৬ জন আহত হয়েছেন।
আঙ্গুল হারানো গৃহবধূ মোসা. ফাতেমা বেগম (২৭) নৈকাঠি গ্রামের মহিদুল হাওলাদারের স্ত্রী। কুকুরের কামড়ে আহত অন্যান্যরা হলেন- সাতুরিয়া গ্রামের মো. হালিম হাওলাদারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী মোসা. নাবিলা আক্তার (১৬), মো. ইকবাল এর ছেলে মো. ইমন (১৬), মৃত মো. সিরাজ হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলাম নজু (৫৫), মো. কবির হাওলাদারের মেয়ে মোসা. সুমাইয়া (১৮) ও তার স্ত্রী।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সাতুরিয়া গ্রামে কুকুরের এ আক্রমণের ঘটনা ঘটে। একটি কুকুর সবাইকে একের পর এক কামড়াতে থাকে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
মো. খায়রুল ইসলাম নামে সাতুরিয়া গ্রামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেলে হঠাৎ একটি কুকুর পাগলের মতো হয়ে ৬ জনকে কামড়ে আহত করে এবং একজনের ডান হাতের আঙ্গুল কামড়ে নিয়ে যায়। পরে এলাকাবাসী সবাই একত্র হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরেছে। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকরাম হোসেন নিশাদ বলেন, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।