নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ডিসি আহত
কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে আবারও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এতে মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) আলী আশরাফ ভূঞা ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ডিসি আলী আশরাফ ভূঞা এবং কয়েকজন সাংবাদিক ও শিক্ষার্থী আহত হন।