ঢাকাবুধবার , ২৪ জুলাই ২০২৪

রাতে বরিশালসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৪, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আবহাওয়া ডেস্ক :: রাতে বরিশালসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

 

সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারেবুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫- ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পৃথক বার্তায় জানানো হয়, বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।.