ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমি বায়ুর প্র*ভাবে উপকূলে বৃ*ষ্টি*পা*ত, পায়রা বন্দরে ৩ নম্বর সত*র্ক সংকেত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা তিনদিনের বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

স্থানীয়রা জানান, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের উচ্চতা কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

মহিপুর ফয়সাল ফিসের স্বত্বাধিকারী ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী জানান, সাগরে মাছ ধরতে যাওয়া সব ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল ও নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগও মাছ ধরার ট্রলারগুলোর ওপর নজর রাখছে এবং সতর্ক বার্তা প্রচার করছে।