নিউজ ডেস্ক :: আন্দোলনে চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতালে ১৪ দলীয় নেতারা
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে আহত হয়ে যারা চিকিৎসাধীন তাদের দেখতে হাসপাতালে গিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। শনিবার (২৭ জুলাই) দুপুরে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে ঢাকা মেডিকেলে যান ১৪ দলের নেতারা। এ সময় তারা চিকিৎসাসংক্রান্ত যাবতীয় খোঁজ নেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির হোসেন আমু জানান, সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কে কোন দল করল সেটা যেমন বিবেচনায় আনা হবে না তেমনি দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না।
আমু সাংবাদিকদের বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার। এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারকের সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন জানায় উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, এই জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত। এ সময় জোট নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীলিপ বড়ুয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন