নিজস্ব প্রতিবেদক :: তালতলীতে পূর্ব শত্রুতার জের ধরে জেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা
বরগুনার তালতলী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে শহীদ কাজী নামে এক জেলেকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ।
গত ২৭ তারিখ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত শহীদকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত শহীদ কাজী জানান, দীর্ঘদিন ধরে শহীদ কাজী ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আলম কাজীর ছেলে বাদল কাজী ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন গত শনিবার তুচ্ছ বিষয় নিয়ে শহীদ কাজীর সাথে বাদল কাজীর দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে ,বাদল কাজী ও তার ভাই রায়হান কাজী, আলম কাজী, তাদের সহযোগী জাহিদ মেম্বার, রানা, শাকিব সহ ১০-১৫ জন সহযোগী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় শহীদ কাজী কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।