ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, হামলা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৪, ২০২৪ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, হামলা।

চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে খুলনায় আওয়ামী লীগের অফিসে আগুন দেয়া হয়েছে। আজ (রোববার) বেলা বারোটার দিকে খুলনার শঙ্খ মার্কেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

এ সময় আন্দোলনকারীরা সরকারের পতন ও জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল সাড়ে দশটা থেকে দলে দলে শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকেন। বর্তমানে ওই মোড়ে বহু শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

বেলা সাড়ে এগারোটার দিকে একদল শিক্ষার্থী শিববাড়ি থেকে মিছিল সহকারে খুলনার আওয়ামী লীগ অফিসের দিকে রওনা হওয়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।