নিউজ ডেস্ক :: ৪০ লাখ টাকা কুড়িয়ে পেয়ে মালিককে খুঁজছেন মসজিদের ইমাম
চাঁপাইনবাবগঞ্জে ৪০ লাখ টাকা কুড়িয়ে পেয়েছেন আব্দুল বাসির (৫৫) নামের এক ব্যক্তি। এখন ওই টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিতে হন্যে হয়ে খুঁজছেন। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি।
আব্দুল বাসির চাঁপাইনবাবগঞ্জ সদরের নিউ মার্কেট জামে মসজিদের ইমাম।ফেসবুকে আব্দুল বাসির লিখেছেন, ‘কয়েকদিন আগে গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন রোডে প্রায় ৪০ লাখ টাকা পড়ে পাওয়া গেছে। এই টাকা যার হবে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।’
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইমাম আব্দুল বাসিরের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি বিষয়টি সারাদেশের পুলিশ কন্ট্রোল রুমে জানিয়েছি। স্থানীয় থানায়ও বিষয়টি বলা হয়েছে। এমনকি আমি বিভিন্ন স্থানে তাফসির করতে গিয়েও ঘোষণা দিয়েছি। প্রকৃত মালিককে খুঁজে পেলে তার কাছে টাকাগুলো হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘ইসলামের দৃষ্টিতে তিন মাস পার হওয়ার পর প্রকৃত মালিক যদি খুঁজে না পাই তাহলে টাকাগুলো ফিলিস্তিনে অসহায় মানুষদের কাছে পাঠিয়ে দেবো। এতে তারা উপকৃত হবেন।’এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘তিনি আমাদের কাছে টাকাগুলো হস্তান্তর করেননি। তবে আমাদের বিষয়টি জানিয়েছেন। আমাদের কাছে টাকা জমা দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’