নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরে অংশীজনসভা অনুষ্ঠিত
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান বলেছেন, পদ্মা সেতু চালুর পরে জাতীয় অর্থনীতিতে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের গুরুত্ব অনেক বেড়েছে। এ সেতুর সুফল ধরে রাখতে বরিশালÑফরিদপুর /বরিশাল-কুয়াকাটা জাতীয় মহাসড়কটি ৪ লেনে উন্নীতকরণের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়েছে। গতকাল শনিবার বরিশাল সড়ক ভবনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও পরীবিক্ষন কার্যক্রম-২০২৪-২৫’ শীর্ষক ২য় অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর পাশে বাজার সহ অবৈধ স্থাপনা অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদের সভাপতিত্বে সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, সড়ক অধিদপ্তরের ম্যানেজমেন্ট উইং-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরিশাল সড়ক সার্কেল ও মেকানিক্যাল সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলীরা বক্তব্য রাখেন।
এ অংশীজন সভায় পুলিশের অতিরিক্ত ডিআইজি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর রোড ডিভাইডার ও স্প্রীড ব্রেকারগুলো দৃশ্যমান করা ছাড়াও ওভারলোড নিয়ন্ত্রনে স্কেল স্থাপন, নজরদারী জোরদারকরণ, মহাসড়কের পাশে হাট-বাজার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়ক অধিদপ্তর ও হাইওয়ে পুলিশে জনবল সংকটের নিরসন সহ মহাসড়ক আইন-২০২১’এর প্রয়োগের ক্ষেত্রে জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।
সড়ক অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পরে বরিশালের কয়েকটি ফেরিঘাট সহ সড়ক অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।