ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষক নাহিয়ানের বি*রু*দ্ধে নানান অভি*যোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৫, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষক নাহিয়ানের বিরুদ্ধে নানান অভিযোগ।

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশাল এর আইন বিভাগের প্রধান রশিদ নাহিয়ানদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা সম্প্রতি ইউনিভার্সিটির ভুক্তভোগী শিক্ষার্থী কর্তৃক স্বাক্ষরিত একটি অভিযোগ ভাইস চ্যান্সেলর বরাবর জমা দেন। পরবর্তীতে ইউনিভার্সিটির ভিসি অভিযোগ গ্রহন করে তদন্ত করার জন্য কমিটি গঠন করেন। কমিটির আদেশে বলা হয় যে চার কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য।

তদন্ত কমিটি গঠন করার কথা শুনে রশিদ নাহিয়ান সহ কয়েক শিক্ষক তদন্ত কমিটিকে বাধা গ্রস্থ করার জন্য তার নিজস্ব ছাত্র-ছাত্রীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তপন কুমার বল এর অফিস রুমে অভিযোগ কারীদের রশিদ নাহিয়ান ডেকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা ও মাইনুল, ফাহিমসহ বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছে। সে সময় বিভ্রান্তির মুখে পড়ে এক পর্যায়ে ট্রেজারার তপর কুমার বল নিজেকে আত্মরক্ষার জন্য রুম থেকে বেরিয়ে যান। ঘটনার পরে রশিদ নাহিয়ানরা নিজেদের মতো করে একটি প্রক্টোরিয়াল কমিটি তৈরি করে এবং রেজিস্টারকে দিয়ে স্বাক্ষর করিয়ে উল্টো অভিযোগকারী ছাত্র ছাত্রীদের বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা করান।

বিষয়টি শুনে ভিসি সহ সকলে ক্ষুদ্ধ হন। পরবর্তীতে রশিদ নাহিয়ান তার নিজস্ব ছাত্রদের দিয়ে আন্দোলন করিয়ে অভিযোগকারীদের শাস্তির ব্যবস্থা পাকাপোক্ত করেন। অবৈধ শাস্তির অফিস আদেশ পেয়ে ইউনিভার্সিটির ভিতরেই একজন অভিযোগকারী ভুক্তভোগী শিক্ষার্থী ভার্সিটির আইন বিভাগের সিনিয়র ছাত্র ফাহিম মুনতাসির গুরুতর অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণিক তাকে শেরে -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন ইউনিট ২ তে ভর্তি করেন অভিযোগকারী ছাত্ররা।

পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে পাঠান। ভর্তি থাকা রেজিঃনং- ৮৫৫০৪/২৮৯। অভিযোগ উঠেছে ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষক রশিদ নাহিয়ান, মনজুরুল হাসান নাফি সহ কয়েক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা গ্লোবাল ইউনিভার্সিটির নিয়োগ বিধিমালা অনুযায়ী আইনগতভাবে সিদ্ধ নয় এমনকি তারা প্রাইভেট ইউনিভার্সিটি’র শিক্ষক হওয়ারও অযোগ্য। ইউনিভার্সিটিতে একজন শিক্ষক হতে হলে এস,এসসি এবং এইচ,এস,সিতে ন্যূনতম জিপিএ-৯ পয়েন্ট থাকতে হয় এবং অনার্স মাস্টার্স সহ ন্যূনতম (৩.৫০+৩.৫০)=৭পয়েন্ট থাকতে হবে।

সে ক্ষেত্রে রশিদ নাহিয়ানের অনার্স এর জিপিএ ২.৮৫ এবং মাস্টার্সে-৩ মোট জিপিএ ৫.৮৫ পয়েন্ট, মনজুরুল হাসান নাফি একই অবস্থা। এদিকে রশিদ নাহিয়ানদের বিরুদ্ধে তদন্ত কমিটি করার কারণে তারা ক্ষিপ্ত হয়ে কিছু শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে তাদের দিয়ে অবৈধভাবে চাপ প্রয়োগ করে ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডঃ আনিসুজ্জামানকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পদত্যাগ করাতে বাধ্য করানো হয়। পদত্যাগের সময় ভিসি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

৫ই আগস্টের পরে ছাত্র ছাত্রীদের দিয়ে ভিসি কে ভয়ভীতি প্রদর্শন করে চাপের মুখে ফেলে শিক্ষক রশিদ নাহিয়ান ও মনজুরুল হাসান নাফি। অবৈধভাবে বেতন বাড়িয়ে নিয়েছেন। অথচ তারা ছিল শুধুমাত্র চুক্তিভিত্তিক অস্থায়ী নিয়োগ প্রাপ্ত শিক্ষক। আইন বিভাগের শিক্ষক রশিদ নাহিয়ান ও মনজুরুল হাসান নাফি ভার্সিটির লেখাপড়ার পরিবেশ নষ্ট করার পাশাপাশি গ্রুপিং তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ইউনিভার্সিটি বিমুখ করন এবংসিনিয়র ম্যানেজমেন্টেরকে জিম্মি করাও অভিযোগ রয়েছে।

 

বিষয়টি জানা’র জন্য গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশাল এর আইন বিভাগের প্রধান রশিদ নাহিয়ানের মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।
এবিষয় গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশাল এর ট্রেজারার তপন কুমার বল তিনি বলেন, আমার অফিসের মধ্যে ছাত্ররা মারধরের ঘটনা ঘটায়। তাদের উশৃংখল অবস্থা দেখে আমি রুম থেকে বের হয়ে যাই এবং শিক্ষার্থী ফাহিম মুনতাসীরকে অস্থায়ী বহিস্কার করায় ফাহিম আদেশ নোটিশ হাতে পেয়ে অসুস্থ হয়ে পরেন।