ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃ*ত্যু

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকায় একটি গরু বাছুরকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত নুরুল আফছার (২১) ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

শনিবার (৪ জানুয়ারি) আলীকদম উপজেলা সদরের দক্ষিণ নয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এর জে‌রে সকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বড় ভাই মোহাম্মদ মুসা মিয়া তার সৎ ভাই নুরুল আফসারের মাথায় আঘাত করে এবং কামড় দিয়ে আফসারের কান ছিঁড়ে নেয়।

এসময় আহত অবস্থায় নুরুলকে উদ্ধার ক‌রে প্রথ‌মে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। পরে অবস্থার অবন‌তি হ‌লে কর্তব্যরত চিকিৎসকের পরাম‌র্শে তা‌কে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সৌরভ জানান, নিহত নুরুল আফসারের মাথায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, সৎ ভাইয়ের লা‌ঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।