ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আবারও শৈত্যপ্রবাহের সময় জানালো আবহাওয়া অফিস

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

আবহাওয়া ডেস্ক :: আবারও শৈত্যপ্রবাহের সময় জানালো আবহাওয়া অফিস

আজ ও আগামীকাল শীতের তীব্রতা না থাকলেও, আগামী ৭-৮ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া- ৮, ৯ ও ১০ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের কারণে ফের কমতে পারে তাপমাত্রা।

রোববার (৫ জানুয়ারি) সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান। বলেন, এ সপ্তাহের শেষদিকে শীতের তীব্রতা কয়েকগুন বাড়বে।

আজ সকালে, রাজধানীর তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে।

এদিকে, টানা কয়েক দিনের কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানীতে। নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। সড়কে মানুষ ও যানবাহনের উপস্থিতিও বেড়েছে কয়েকগুণ।

দিনমজুররা বলছেন, গত কয়েকদিন শীতের তীব্রতায় কাজ করতে অনেক কষ্ট পোহাতে হয়েছে। তবে আজ ঠাণ্ডা কমায় স্বস্তিবোধ করছেন তারা। তবে উত্তরের জেলাগুলোয় আজও এক অংকের ঘরে তাপমাত্রার পারদ।