ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে সাধারণ মানুষদের শতাধিক কম্বল বিতরণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে সাধারণ মানুষদের শতাধিক কম্বল বিতরণ

কুয়াকাটা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এর নিজ উদ্যোগে কুয়াকাটা পৌরসভার সাধারণ মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (০৫ জানুয়ারি) সকাল ১১টায় কুয়াকাটা হোটেল লাইট হাউজ এর সামনে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার নিজ হাতে নানা বয়সী শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরন করেন। সময় পৌর বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গরীব, অসহায়, অসচ্ছল পরিবারগুলো এমন সহযোগিতা পেয়ে খুশি।

আশরাফ আলী বলেন, কনকনে শীতে কম্বল দিয়ে যে সহযোগীতা করছে। তার জন্য দোয়া থাকবে। মতি আমাদের সন্তানের মত এরকম ভালো ভালো কাজ করুক সেটাই আমরা চাই।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোয়ার বেগম বলেন, এই শীতে মতিউর রহমানের পক্ষ থেকে কম্বল উপহার পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত এবং খুশি। দোয়া করবো এরকম ভালো কাজ যেন করতে পারে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে আমার নিজ অর্থায়নে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শতাধিক অসচ্ছল গরিব পরিবারের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি সব সময় গরিব-দুখী মেহনতী মানুষের পাশে সুখ-দুঃখে আছে এবং থাকবে এবং অদূর ভবিষ্যতে বিএনপি’র পক্ষ থেকে সাধারণ মানুষকে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।