ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ৫ বছরের শিশু ধ*র্ষণের শিকার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে ৫ বছরের শিশু ধ*র্ষণের শিকার

 

পটুয়াখালীর কলাপাড়ার কুমিরমারা গ্রামে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে শনিবার বিকেলে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। তখন দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই শিশুকে পটুয়াখালীতে প্রেরণ করেন।

চিকিৎসক নূর আহম্মেদ সাঈদ জানান, শিশুটির যোনিদ্বারে ক্ষত রয়েছে। রক্তক্ষরণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক রয়েছে। স্থানীয়রা জানান, একটি মাছের ঘেরে কর্মরত এক শ্রমিক শিশুটির সর্বনাশ করেছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে কলাপাড়া থানার এস আই রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

ভিকটিমের মামা জানান, শিশুটিকে আমরা চিকিৎসা করা নিয়ে ব্যস্ত আছি। একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে সেখানকার একটি মহল হাসপাতালে নিতে গড়িমসি করেছে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল শনিবার বিকেলে হাসপাতালে নিয়ে যায়।