নুরে আলম, বাবুগঞ্জ :: বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার বেদে সম্প্রদায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ই জানুয়ারি) সন্ধ্যা ৭ টা থেকে গভীর রাত পর্যন্ত বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ উপজেলার মীরগঞ্জ, দোয়ারিকা, বাবুগঞ্জ, রহমতপুর, হাজী জাফর আলী আখেরা খাতুন ক্বিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, গ্রাম পুলিশ ও শীতর্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী কাজী এনামুল হক আলীম, যুব-উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান স্যান্নামৎ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী বৃন্দ।