নিজেস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর ২৪ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি নাজমুল হুদা গ্রেফতারবরিশাল মহানগর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদাকে গতকাল দুপুর ২ টার দিকে নগরীর সদর রোড এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, নাজমুল হুদা গত ১৯ জুলাই সিএন্ডবি রোডে অনুষ্ঠিত বিএনপির শোক র্যালী তে হামলা এবং ৪ আগষ্ট বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ বিস্ফোরণ ঘটানোর পৃথক ২ টি মামলায় এজাহার ভূক্ত আসামী তিনি। এজন্য তাকে গ্রেফতার করে আদালতে পেশ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
তবে নাজমুল হুদার পরিবারের দাবী, তিনি কোনো সন্ত্রাসী কর্মকা-ের সাথে লিপ্ত নন এবং এ বিষয়ে কোনো সাক্ষ্য বা প্রমান নেই তার বিরুদ্ধে, মুলত তিনি আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তাকে বেকায়দায় ফেলা এবং হয়রানি করবার জন্যই তাকে এই মিথ্যা মামলায় দেওয়া হয়েছে। বিকালে আদালতে প্রেরন করা হলে বিচারক জেল হাজতে প্রেরনের নিদেশ দেন।