ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সড়ক দুর্ঘ.টনায় সেনা কর্মকর্তার স্ত্রীসহ কলেজছাত্র নি.হ.ত 

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::বরিশালে সড়ক দুর্ঘ.টনায় সেনা কর্মকর্তার স্ত্রীসহ কলেজছাত্র নি.হ.ত।

 

বরিশালের বাকেরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা এবং কলেজছাত্রসহ দুজনের প্রাণ গেছে। শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় দুধলমৌ এলাকায় বরিশাল- কুয়াকাটা মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাস সেনা বাহিনীর লে. কর্পোরাল বুলবুলের (৩৫) মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে সেনা কর্মকর্তার স্ত্রী হোসনে আরা (৩২) নিহত হন এবং সেনা সদস্যসহ তার আড়াই বছরের সন্তান আদিয়ান গুরুতর আহত হয়। এই বিয়োগান্তের ঘণ্টাখানেকের মাথায় অর্থাৎ রাত ১১টার দিকে একই উপজেলার চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. ফয়সাল (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী।

বাকেরগঞ্জ থানাধীন চরামদ্দি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই এনামুল হক শহীদ জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার কাছাকাছি সময়ে দুধল জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল, মুসফিক এবং রাকিব মোটরসাইকেলযোগে গোমা বাজারের উদ্দেশে যাচ্ছিলেন।

 

 

পথিমথ্যে মাঝের ব্রিজ এলাকায় বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি টমটম (স্থানীয় ভাবে তৈরি) বাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই শিক্ষার্থী ফয়সালের মৃত্যু হয় এবং তার দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেবাচিমের চিকিৎসকেরা। এর আগে রাত ১০টার দিকে লেবুখালিস্থ শেখ হাসিনা সেনাপল্লীর ৪৪ বীর ইউনিটে কর্মরত লে. কর্পোরাল মো. বুলবুল শুক্রবার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জ শহরে যাচ্ছিলেন।

দুধলমৌ নামক এলাকায় তাদের মোটরসাইকেলটিতে পেছন থেকে চাপা দেয় সাকুরা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই স্ত্রী হোসনে আরার মৃত্যু হয় এবং সন্তানসহ সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

 

তাদের উদ্ধার করে প্রথমে শেখ হাসিনা সেনাপল্লীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাবা-ছেলে উভয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে রাত পৌঁনে ১২টার দিকে তাদের হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পরে জনরোষ থেকে জীবন রক্ষার্থে চালক-হেলপার বাসটি সড়কে ফেলে পালিয়ে গেছেন। সাকুরা পরিবহনের বাসটি সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে।

এই তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী এবং কলেজছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে।

 

তাদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। দুটি ঘটনায় আক্রান্ত আরও কজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার বেলা দেড়টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি বিয়োগান্তের ঘটনার একটিতেও অভিযোগ করা হয়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে, জানান ওসি।’