
নিজস্ব প্রতিবেদক :: জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রফিকুল ইসলাম জনির স্থগিত হওয়া পদ ফিরে পাওয়ার দাবিতে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে নগরীর ফায়ার সর্ভিস অফিসের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানের কাছে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। এসময় তারা বলেন, ১৯৯০ সাল থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতি করছেন জনি। এরপর ওয়ার্ড ছাত্রদল থেকে রাজনীতি করে সবশেষ বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পদ পান। গত ১৬ বছরে আওয়ামী লীগের দেয়া প্রায় তিনডজন মামলার আসামি তিনি। একটি পক্ষ অপপ্রচার চালিয়ে তার পদ সাময়িক স্থগিত করার আদেশ করিয়েছে। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি বলেন, ২০২৩ সালের ২৩ নভেম্বর একটি রাজনৈতিক মামলায় সাজা হয় এবং ২৫ নভেম্বর তার পদ স্থগিত করা হয়। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেন জনি। যা সুষ্ঠু তদন্ত করলেই প্রমাণিত হবে। নেতাকর্মীরা তাকে ভালোবাসেন বলেই এ দাবী তুলেছেন। এর আগে ২৯ জানুয়ারী একই দাবিতে নেতাকর্মীরা টাউনহলের সামনে মানববন্ধন করেন। জনি বলেন, কেন্দ্রীয় নেতাদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।