
নিজস্ব প্রতিবেদক :: প্রয়াত কবি ও শিশু সংগঠন নজমুল হোসেন আকাশ এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জাতীয় শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলা কমিটি।
সংগঠনের সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং খেলাঘর কর্মী ঝুমা কর্মকারের সঞ্চালনায় স্মরণসভায় আকাশের কর্মময় জীবনের উপর আলোচনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে, সনাকের সভাপতি গাজি জাহিদ হোসেন, সামাজিক আন্দোলনের নেতা কাজী মিজানুর রহমান, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, উন্নয়ন কর্মী আনোয়ার জাহিদ, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাত, প্রয়াত নজমুল হোসেন আকাশের সহপাঠী ড. রুহুল আমিন চৌধুরী প্রমুখ। আলোচকরা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের পতাকাতলে সমবেত হয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কবি, নাট্যকার, সংগঠক নজমুল হোসেন আকাশ। শুধু শিশু সংগঠক হিসেবেই নয়; বরং একজন সত্যিকারের সংস্কৃতিমনা একজন মানুষ ছিলেন। পেশায় শিক্ষক হলেও একজন কবি-নাট্যকার-সংগঠক হিসেবে তিনি সর্বাধিক সমাদৃত। বরিশালের সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে তাঁর অবদান ছিল অনন্য-অসাধারণ। আকাশের মত সীমাহীন ছিল হৃদয় তার । সদা হাস্যময়, বিনয়ী নজমুল হোসেন আকাশ ছিলেন আকাশের মতো উদার। তাঁর চলে যাওয়া আমাদের বিষণœ করে।
আলোচকরা বলেন, কবি, নাট্যকার, শিক্ষক, শিশু সংগঠক নজমুল হোসেন আকাশ ১৯৭৫ সালে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের শাখা আসর মুক্তবিহঙ্গ গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক যাত্রা শুরু করেন। বরিশালের খেলাঘর আন্দোলনকেও বিস্তৃত করেছেন। খেলাঘরের দেয়াল পত্রিকা সম্পাদনা-সংকলন প্রকাশ-নাট্য চর্চার মধ্য দিয়ে হয়ে উঠেছেন কবি-নাট্যকার।
“এই তো তোমার ভেতরে আমি”, “তবুও’, ‘নিঃসঙ্গ নিসর্গে’ , ‘নিশিকাব্য’, ‘ছোট প্রাণ ছোট কথা, “ত্রয়ী” অন্যতম প্রকাশনা। এছাড়া তার সম্পাদনায় লিটল ম্যাগ ‘উৎস’ ও ‘সকাল’ সহ বিভিন্ন লিটল ম্যাগাজিনে তার ছাড়া ও কবিতা প্রকাশিত হয়েছে। নজমুল হোসেন আকাশ তার কাজের স্বীকৃতি হিসেবে গাইবান্ধা থিয়েটার কর্তৃক ২০০৩ সালে ‘তুলসী লাহিড়ী সম্মাননা পদক’ এবং ২০২৩ সালে শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন।
নজমুল হোসেন আকাশ জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরে জাতীয় পরিষদ সদস্য, বরিশাল জেলা কমিটি, জাতীয় কবিতা পরিষদ, উদীচী, বরিশাল নাটক, ৩৭ সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতিসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন