নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন, মোঃ মফিজুল ইসলাম।
বাবুগঞ্জের কৃতিসন্তান, শিক্ষানুরাগী, জনতা ব্যাংকের সাবেক জিএম মোঃ মফিজুল ইসলামকে সভাপতি করে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
নবনিযুক্ত অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাবুগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের জমিদাতা মরহুম মোঃ আবদুস সালাম সিকদার এর পুত্র এবং জনতা ব্যাংক পিএলসি এর সাবেক জিএম।
০৫ ফেব্রুয়ারি বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম মিয়াকে সদস্য সচিব করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছে সনজিব দাস । এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মোঃ ফিরোজ হাওলাদারকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আগামী ৬ মাস এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে।
জানা গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আত্মগোপনে চলে যায়। অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগের পদধারী ও দুর্নীতির সঙ্গে জড়িত। জনরোষ থেকে বাঁচতে তারা আত্মগোপনে চলে যান। পরিচালনা পর্ষদের অনুপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। বেতন বিলে কে স্বাক্ষর করবেন, এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা।
সার্বিক বিবেচনায় গত বছরের ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার।
পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এতেও সমস্যা কাটেনি। যে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এ অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন সরকার।