নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিসিসির কর্মচারীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন রাস্তা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১২ নভেম্বর) বেলা ১১ টায় নগর ভবন অভ্যন্তরে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আনন্দ মিছিলের পাশাপাশি আয়োজন করা হয় মিষ্টি বিতরণের।
আনন্দ মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ’র পক্ষ থেকে অভিনন্দন ও তাঁর দীর্ঘায়ু কামনা করে স্লোগান দেয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন রাস্তা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।