বাবুগঞ্জ প্রতিবেদক :: বাবুগঞ্জের চাঁদপাশা দারুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আয়োজনে বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার দিনভর রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এই শিক্ষা সফরের আয়োজন করেন। রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সুসজ্জিত ফুলের বাগান, বৈজ্ঞানিক উপায়ে রোপিত বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ও ফুলের আবাদ পরিদর্শন করেন এ মাদ্রাসার প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা।
মনোরম ও নির্মল পরিবেশে কোমলমতি এসব শিক্ষার্থীরা মেতে উঠেন মনের আনন্দে। দুপুরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে প্রথমার্ধের অনুষ্ঠান শেষ হয়। পরে কুরআন তেলাওয়াত ও হামদ-নাতের মধ্য দিয়ে দিনব্যাপী এ শিক্ষা সফর আয়োজনের সমাপ্তি ঘটে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপাশা দারুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক তাহমিনা আক্তার,সহকারী শিক্ষিকা তানজিলা আখতার, নিপু আক্তার, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ আবু সায়েম, মোহাম্মদ বিল্লাল হোসেন, মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, সমাজসেবক সাইফুল ইসলাম প্রমূখ। ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষা সফর শেষে মাদ্রাসার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, বাবুগঞ্জে একাধিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে কিন্তু এদের অধিকাংশেরই ছাত্র-ছাত্রী নেই বললেই চলে কিন্তু চাঁদপাশা দারুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থী পাঠদান করছেন। কিন্তু অদ্যবধি মাদ্রাসাটি জাতীয়করণের কোন উদ্যোগ গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনি মাদ্রাসাটি জাতীয়করণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।