ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লাইসেন্সবি.হীন ২৬টি ইটভাটা গু.ড়িয়ে দিল প্রশাসন

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৬, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক   ::  লাইসেন্সবি.হীন ২৬টি ইটভাটা গু.ড়িয়ে দিল প্রশাসন।

রংপুরে দুইদিনে ২৬টি অবৈধ লাইসেন্সবিহীন ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করার কথা জানিয়েছে প্রশাসন।

বুধবার (৫ মার্চ) উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ইটভাটা মালিক সমিতি। পাশাপাশি বন ও পরিবেশ উপদেষ্টার কাছে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেয় তারা।

রংপুর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, আমরা মানবিকভাবে সময় প্রার্থনা করেছি। এভাবে ইটভাটা বন্ধ করে দেয়ার কারণে অনেক শ্রমিক বেকার হয়ে পড়বে। মালিকরাও বিনিয়োগ হারিয়ে পথে বসবে।

রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে ১৭২টি ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির উপরের অংশ তুলে নেয়াসহ নানা ধরণের জটিলতা দেখা দিয়েছে। একারণেই উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

 

তিনি আরও জানান, এই অভিযানের অংশ হিসেবে মঙ্গল ও বুধবার সদর উপজেলা, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছার বেশকয়েকটি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে এবং ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামী শুক্রবার থেকে আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে। কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেয়া হবে না। যারা জোর করে ইটভাটা চালু রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ২৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭২টিই অবৈধ।