
নিউজ ডেস্ক :: রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত গানিউল ইসলাম নামে এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।
নিহত গানিউল ইসলাম তানোর উপজেলার মোহনপুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন বিএনপির সদস্য।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, গতকাল মঙ্গলবার গানিউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে ইফতারের আগ মূহুর্তে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিনের বড় ভাই গানিউল গুরুতর আহত হন।