ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জামায়েত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৪, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল।

বিশিষ্টজনদের সম্মানে বাবুগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৪ মার্চ শুক্রবার (১৩ রমজান) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী, ও সুধীজনদের  সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

 

বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ১৩ রমজান বিকাল ৪ ঘটিকা অনুষ্ঠিত রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগর শাখার আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্বে ও সেক্রেটার আঃ ছালাম মাঝি’র সঞ্চালনায় সুধীজনদের সম্মানে এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সহ- সেক্রেটারী মোঃ  আজিজুর রহমান অলিদ।

এছাড়াও উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ  উপস্থিত থাকবেন।