নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৪ কেজি গাঁজাসহ আটক, ২
বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মোঃ সোহেল হাওলাদার (৩০) ও মোঃ মামুন হাওলাদার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় মাধবপাশার পশ্চিম পাংশা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর রুপাতলীর মোঃ আলী আকবর হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার ও নলছিটির মোঃ ইউসূফ হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার বিশেষ অভিযানিক টিম মাধবপাশার পশ্চিম পাংশা এলাকার “ইউরেকা পলিটেকনিক ইনস্টিটিউট” এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ সোহেল হাওলাদার ও মোঃ মামুন হাওলাদারের নিজেদের হেফাজতে থাকা ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।