ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫

গৌরনদীতে ইউপি চেয়ারম্যান পিকলু গ্রেপ্তার

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২১, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন জমিদার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন জমিদার বাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে (পিকলু) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত উপজেলা পরিষদ নির্বাচনের কয়েকদিন পূর্বে ও নির্বাচনের সময় মারামারি, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।

 

ওসি আরও জানান, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।