ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩

চট্টগ্রাম সিটির প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বরিশাল সিটি কর্পোরেশনে বদলি

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বরিশাল সিটি কর্পোরেশনে বদলি করা হয়েছে। মঙ্গলবার বদলির অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, চসিক সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হলো। তাকে ২২ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, তা না হলে ২৩ নভেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

বদলির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা না হলেও অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ অফিস আদেশ জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ সংক্রান্ত একটি অফিস আদেশ পেয়েছি।’

তবে এই বিষয়ে মন্তব্য জানতে রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।’