ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রোদ আর তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বরিশালে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ৯, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: চৈত্রের কাঠফাটা রোদ আর তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বরিশালে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। বরিশাল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৩০-৪০ জন রোগী। তবে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের সেবা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড়ে ৩০-৪০ জন নারী, পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় বেশিরভাগ রোগী চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। রোগী সামলাতে হিমশিম অবস্থা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের। পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের নার্স অর্চনা রানী জানান, গরম বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন ভর্তি হচ্ছেন। আমরা সবাইকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। সামনে চাপ আরও বাড়তে পারে। বেড সংকট হওয়ায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

এদিকে হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ভর্তিকৃত রোগীদের মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি। অপরিষ্কার-অপরিচ্ছন্নতার কারণেও এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।

বরিশাল জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকূর রহমান জানান, রোগীরা যদি অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় থাকে তবে এ রোগ হতে পারে। সবাই এ বিষয় সচেতন থাকলে ডায়রিয়া রোধ করা সম্ভব। যেহেতু এটি পানিবাহিত রোগ সেহেতু সবাইকে পরিষ্কার পানি পান করা জরুরি। বর্তমানে হাসপাতালে যারা আসছে আমরা তাদের চিকিৎসাসেবা প্রদান করছি। এখানে ডায়রিয়া আক্রান্তদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আক্রান্তদের মধ্যে অনেকেই খাওয়ার পরে প্রথমে পেটে ব্যথা অনুভব করে। পাশাপাশি বমি ও পরে ডায়রিয়া শুরু হলে হাসপাতালে ভর্তি হয়। অনেকেই বলছে হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় মাথা ঘোরানো, পেটে ব্যথা অনুভব করে প্রথমে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছেন। এতে কাজ না হওয়ায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগী আকলিমা বেগম বলেন, হঠাৎ করে পেট খারাপ হলে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আসার আগে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছি, কাজ না হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি। তবে ডায়রিয়া রোগীদের পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

এ বিষয়ে বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, আমাদের এখানে গড়ে ৩০-৪০ জন রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। এ ছাড়া হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। বরিশাল ও এর আশপাশের এলাকা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। আমাদের পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ আছে। তবে বেড না থাকায় সমস্যা হচ্ছে।

  1. সামনে তাপমাত্রা বৃদ্ধি পেলে হাসপাতালে রোগীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা চিকিৎসকদের। বরিশালের আবহাওয়া অফিস বলছে, চলতি মৌসুমে বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।