নিউজ ডেস্ক :: বড় ছেলের আগে ছোট ছেলের বিয়ে: অভিমানে গলায় ফাঁস নিলেন মা
ভোলায় ছেলের সঙ্গে অভিমান করে জোসনা বেগম (৪৫) নামের এক মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রান্নাঘর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জোসনা বেগম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মাকসুদুর রহমানের স্ত্রী।
ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. নাগর ও স্থানীয়রা জানান, দুদিন আগে জোসনা বেগম জানতে পারেন তার ছোট ছেলে ইব্রাহিম তাদের না জানিয়ে বিয়ে করেছেন। বড় ছেলের আগে ছোট ছেলে বিয়ে করায় অভিমান করেন জোসনা বেগম।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ নভেম্বর) রাতের খাবার খেয়ে জোসনা বেগম ও তার স্বামী এবং সন্তানরা ঘুমিয়ে পড়েন। সকালের দিকে রান্নাঘরে জোসনা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।