
নিউজ ডেস্ক :: যেখানে ছিল খেলার আনন্দ, সেখানেই নেমে এলো নিঃশব্দ কান্না। তিন বছর বয়সী আবু বক্কর আর কখনও মায়ের কোলে ফিরবে না। একটি লিচুর বিচি কেড়ে নিল তার প্রাণ। শনিবার (২৪ মে) সকালে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত আবু বক্কর বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। মায়ের সঙ্গে গত বৃহস্পতিবার নানার বাড়ি বেড়াতে গিয়েছিল শিশুটি। শনিবার সকালে নানা বাজার থেকে লিচু নিয়ে বাড়িতে ফেরেন। উঠানে খেলার ফাঁকে শিশু আবু বক্কর একটি লিচু খাচ্ছিল। তখনই একটি বিচি গলায় আটকে গিয়ে শিশুটি শ্বাসরুদ্ধ হয়ে পড়ে।
পরিবারের লোকজন প্রথমে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নেন। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটি মারা গেছে।
শোকে বিহ্বল বাবা তারেক জিয়া বলেন, সুস্থ ছেলেটা আমার চোখের সামনে খেলার ছলে চলে গেল। ভাবতেই পারি না মরদেহ হয়ে ফিরবে সে। ও তো নানার বাড়িতে আনন্দ করতে গিয়েছিল, চিরঘুমে শুয়ে ফিরে আসবে কখনও ভাবিনি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি স্থানীয়ভাবে জেনেছি। এখনো পরিবার কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।