ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগ*ঞ্জ বিএনপির ঈদ পু*র্ণ*মি*ল*নী অনু*ষ্ঠি*ত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৯, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং বাকেরগঞ্জ ০৬ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের আয়োজনে উপজেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

০৮/০৬ ২৫ রোজ রবিবার পূর্ব নির্ধারিত এই অনুষ্ঠানে যোগ দেয় প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে সকাল এগারোটার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নির্ধারিত সময়ের আগেই।

ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় ও পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু,সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃরায়হান হোসেন,  বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম দুলাল।স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক -কাজী তৌহিদুল ইসলাম।

উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আবুল হোসেন খানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন ।পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজ দখলবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান।