
প্রতিবেদক(সুদিপ্ত) :: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী মাহিলারা স্টেশনে শনিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অংশ নেয় তিনটি যাত্রীবাহী পরিবহন—সাকুরা, গ্রীন লাইন, এবং বলাকা পরিবহন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ব্রেক কষে একটি বাস দাঁড়িয়ে গেলে পেছন থেকে আসা আরও দুটি বাস দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠান। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন।