ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় বি*দ্যু*তা*য়িত হয়ে গৃ*হ*ব*ধূ*র মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৯, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পটুয়াখালীর গলাচিপায় কৃষ্ণ চন্দ্র মাতুব্বরের স্ত্রী রমা রানী (৩৫) নামের এক গৃহবধূ বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছে।

৬ ই জুন বিকাল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, টিনসেট ঘরের টিনের সাথে বিদ্যুৎ লাইনের তারের সংযোগ লেগে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নিহত রমা রানী শেষ বিকালে টিউবওয়েলের পানি নিয়ে ঘরে প্রবেশ করলে বেড়ার টিনের সাথে তার কাঙ্খে থাকা কলস লেগে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

ঘরে আর কেউ না থাকায় সে অচেতন অবস্থায় ঘরের মেঝে পড়ে থাকে। পরবর্তীতে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের একটি মেয়ে ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, উক্ত ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের জিম্মায় প্রদান করা হয়েছে।