ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনায়  ঈদ পরবর্তী পর্যবেক্ষণ অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৯, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনায়  ঈদ পরবর্তী পর্যবেক্ষণ অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা।

অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন যান চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা

ঈদুল আযহার পরবর্তী মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকায় পরিবহন খাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে আসা যানবাহনগুলোর বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পরিবহন মালিক ও চালকদের অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন অনিয়মের জন্য ৩টি পৃথক মামলায় মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযোগগুলোর মধ্যে ছিল—

  • অতিরিক্ত ভাড়া আদায়
  • ফিটনেস সনদ ছাড়াই যান চলাচল
  • রুট পারমিট না থাকা

অভিযান পরিচালনা করেন:

  • সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
  • মো: আবু জাফর মজুমদার
  • মোহাম্মদ লুতফর রহমান
  • শাহরুখ আলম শান্তনু

সহযোগিতায় ছিলেন:

  • বরিশাল বিআরটিএর মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদের পরে যাত্রী ভোগান্তি রোধে এমন অভিযান চলমান থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।