ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাং*কের নতুন নো ট গ্র*হ*ণ করছে*না এটিএম বু*থ?

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৯, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ডিজিটাল ও আধুনিক ঢংয়ে ২০, ৫০ ও ১ হাজার টাকার নতুন নোট ঈদের আগে, বাংলাদেশ ব্যাংক বাজারে ছেড়েছে।  যে নকশাগুলোর মধ্যে রয়েছে কান্তিজির মন্দিরসহ সংস্কৃতির বেশ কিছু অংশ।

সামাজিক মিডিয়া এবং দেশের অন্যান্য স্থানে এখন আলোচনা চলছে—নতুন নোটগুলি কেন এটিএম বুথে নিচ্ছে না?

সম্প্রতি এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে । একটি ভিডিওতে দেখা যায় ১ হাজার টাকা নোট হাতে এক ব্যাক্তি = বলছে কোনো দোকানদার এই নতুন টাকা নিচ্ছেন না । তিনি আরও জানান অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেননি এটা নতুন টাকা। আরেকটি ভিডিওতে দেখা যায়, এটিএম বুথ সরাসরিই টাকাটি নিচ্ছেনা। এমন বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি ইতোমধ্যে দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমেও উঠে এসেছে।

তবে কি প্রযুক্তিগত এই মেশিন টাকার সাইজ সঠিক মিলেনি তাই গ্রহণ করছেনা? নাকি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সিস্টেমের অবকাঠামোগত দুর্বলতার কারণ। কেন এমন ঘটনা ঘটলো? বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছেড়ে দিল, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পর এই নতুন নোটগুলি যেন এক অদৃশ্য বাধার মুখে পড়ে যাচ্ছে।

এই ধরনের পরিস্থিতি শুধু হাস্যকর নয়, বরং দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলছে মানুষ।