
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাশিপুর বাজার বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিনের জমে থাকা আবর্জনার কারণে ব্যবসায়ী ও এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাজারজুড়ে দুর্গন্ধে হাঁটাচলা করাই কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দিনের পর দিন ময়লা অপসারণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ব্যবসার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
এলাকাবাসী অবিলম্বে বরিশাল সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, এই অবহেলা চলতে থাকলে আন্দোলনে যেতে বাধ্য হবেন।