ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বা*ল্য*বিয়ে ব*ন্ধ করলেন ইউএনও, ক*ন্যা*র বাবাকে জ*রি*মা*না

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১০, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলার আগৈলঝাড়ায় বাল্যবিয়ে বন্ধ করে কন্যার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারিহা তানজিন। সোমবার (৯ জুন) উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ের বিয়ে বন্ধ করে দেয়া হয়।

জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আয়শা খানমকে (১৬) সোমবার পার্শ্ববতী গৌরনদী উপজেলা বিজয়পুর গ্রামের সৌদি প্রবাসী এক জনৈকের সাথে বিয়ের আয়োজন করছিলো। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন নিজে ওই বাড়ি উপস্থিত হয়ে বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কন্যার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রত্নপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুমিত্রা গোলদার বলেন, ইউএনও স্যারে উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান থেকে সকলে পালিয়ে যায়। মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবা বাচ্চু হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া মেয়ের ১৮ বছর বিয়ের পূর্ণবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, দশম শ্রেণীর এক ছাত্রী (১৬) কে ধুমধাম করে বিয়ে দেওয়ার জন্য অনুষ্ঠান করছিলো। আমি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ওই ছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ও তার কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে ১৮ বছরের না হলে তার মেয়েকে বিয়ে দিবেনা।