ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার রজতজয়*ন্তী উপল*ক্ষে পুন*র্মি*ল*নী অনু*ষ্ঠি*ত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১০, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লালমোহন  ইসলামিক মডেল মাদ্রাসার রজতজয়ন্তী  উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে মডেল মাদরাসা চত্বরে এ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সফিকুল হক মিয়া, ভাইস-চেয়ারম্যান সাইফুল্লাহ কামাল, ভাইস-চেয়ারম্যান মুহাদ্দিস আব্দুল হক, সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈম, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল মালেক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য হাকীম জামাল উদ্দিন, সাবেক পরিচালক কাজি শাহে আলম, রহমত উল্লাহ  সেলিম প্রমুখ।

এসময় সাবেক শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন ক্যাপ্টেন রায়হান, মুগ্ধা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী জেরিন, বুয়েটের অধ্যয়নরত নাবিলসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে

মডেল মাদরাসায় অধ্যয়নরত দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া হককে কৃতি শিক্ষার্থী পুরস্কার  প্রদান করা হয়।