ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে মৎ*স্য ঘের নিয়ে দ্ব*ন্দ্বের জে রে প্র*তি*প*ক্ষে*র হা*ম*লা, আ*হত ৬

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১১, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মুড়িবাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাতলা মুড়িবাড়ি সততা মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায়- উপজেলার সাতলা মুড়িবাড়ি সততা মৎস্য ঘেরটি আওয়ামীলীগের দোসরদের হাত থেকে দখলমুক্ত করে প্রকৃত জমির মালিকরা মৎস্য চাষ করছে। ওই মাছের ঘের নিয়ে দক্ষিণ সাতলা গ্রামের আওয়ামীলীগ নেতা মিজান মিয়া বাহিনীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত ছিলো। এরই প্রেক্ষিতে বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে সততা মৎস্য ঘেরের সামনে অফিস কক্ষে মিজান বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে মৎস্য ঘেরের সভাপতি ও সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়াসহ ৬ জন আহত হন। এরমধ্যে মিন্টু মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত শাহাদাৎ বিশ্বাস,ইউনুস বিশ্বাস, রিপন হাওলাদার, সুখচান সমাদ্দার ও সুদেব সমাদ্দারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় কাঞ্চন মোল্লা বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযুক্ত মিজান মিয়াসহ ২৪ জনকে আসামি করে ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সততা মৎস্য ঘেরের সভাপতি ও সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া জানান- আমরা সম্মিলিত ভাবে প্রকৃত জমির মালিকরা আওয়ামী লীগের দোসরদের হাত থেকে ঘেরটি দখলমুক্ত করে বিভিন্ন প্রজাতির ২৬ শত মন পোনামাছ ছেড়েছি। এ মাছের ঘেরটি পুনরায় দখল করার জন্য আওয়ামীলীগ নেতা মিজান মিয়াসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আমাদের ঘেরটি দখল করার জন্য আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং আরো ৫ জন জমির মালিকের উপর হামলা চালায় এবং অফিস ভাংচুর করে নগদ অর্থ, মোবাইল সেট এবং আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে ওই সন্ত্রাসীরা। অভিযুক্তদের পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান- অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবার।