ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাস–পিকআপ–অটোরিকশার সংঘ*র্ষে নিহ*ত ২, আহ*ত ১০

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২২, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের বাগুন্দা এলাকায় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন বলেন, যাত্রীবাহী বাস, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে, ১০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে বলা যাবে।

এর আগে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তারাকান্দায় গত শুক্রবার বিকেলে অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন এবং একই সড়কের ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৮ জনের প্রাণহানি ঘটে।