
নিউজ ডেস্ক ::
১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন ও পিআর পদ্ধতির দাবি নিয়ে হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম।
শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি বিচিত্র দেশ। এখানে একই ব্যক্তি মেয়েদের ১০০ আসনে সরাসরি নির্বাচন চায় (কারণ পার্টি প্রধানের পিক করা নারী পার্লামেন্টিরিয়ান থেকে নির্বাচিত নারী প্রতিনিধি ভালো)। আবার সংসদে (লোয়ার হাউজে) পিআর সিস্টেম চায় – যেখানে নির্বাচন জেতার পর প্রত্যেক পার্লামেন্টিরিয়ান পার্টি প্রধানের পিক করা হবে।
তিনি বলেন, তারা পিআর সিস্টেমে পার্টি প্রধানের পিক করা ১০০ ভাগ পার্লামেন্টিরিয়ান চায়, আবার নারী কোটায় ১০০ ভাগ সরাসরি নির্বাচন চায়।
তিনি আরো বলেন, আমার কাছে মনে হয় বাঙালি যখন কিছু চায়, বোঝে না পাওয়ার পর একচুয়ালি সেটা কী হবে? শুধু ভাতের ক্ষেত্রে বোঝে যে পেলে সে কী করবে।