
নিউজ ডেস্ক :: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সব সদস্যদের ‘বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫’ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।
সোমবার (৩০ জুন) দুপুরে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তিনি এই নির্দেশ দেন।
আরপিএমপি কমিশনার বলেন, কোনো পুলিশ সদস্য পুলিশ পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। প্রত্যেক সদস্যকে অনলাইন জিডি বিষয়ে পর্যাপ্ত ধারণা রাখতে হবে, যাতে সাধারণ জনগণকে আরও উন্নত ও সেবাপ্রবণ সহায়তা প্রদান করা যায়।
তিনি সব সদস্যকে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং পেশাগত উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এর আগে, পুলিশ কমিশনার সভার শুরুতে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) সফিজুল ইসলাম, উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) তোফায়েল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুর রশিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।