নিজস্ব প্রতিবেদক :: নিবন্ধন বাতিলের প্রতিবাদে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর পোর্ট রোড এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মতিউর রহমান। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, ছাত্রশিবিরের মহানগর শাখা সভাপতি বায়েজীদ বোস্তামী এবং সেক্রেটারি রিয়াজ হোসেনসহ মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।