নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মোঃ রায়হান খন্দকার (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নথুল্লাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ রায়হান খন্দকার নলছিটির রানাপাশার ফজলুল হক খন্দকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ রায়হান খন্দকারের নিজ হেফাজতে থাকা ৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মোঃ রায়হান খন্দকারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।