ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আ*শ্র*য়*ন প্রকল্পের লোকজনের চলাচলের পথ ব*ন্ধে*র অ*ভি*যো*গ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২১, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় সরকারি আশ্রয়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। বর্তমানে তারা বের হতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। উপজেলা প্রশাসন সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে সরকারিভাবে অতি দরিদ্রদের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মজিদ খাঁ ও সেলিম খাঁ’র কাছ থেকে ২০ শতাংশ জায়গা ক্রয় করে পূর্ব ফুল্লশ্রী গ্রামে আশ্রয়ন প্রকল্পের জন্য ৮টি ঘর নির্মাণ করা হয়েছে।

ওই আশ্রয়ন প্রকল্পের লোকজনের ঘর থেকে বের হওয়ার কোন পথ ছিলনা। তারা আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে জলিল খাঁ, তৈয়ব আলী খাঁসহ ৬—৭টি পরিবারের জায়গা দিয়ে নিয়মিত বের হত। আশ্রয়ন প্রকল্পের লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই ৬—৭টি পরিবারের লোকজন মিলে আশ্রয়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথ ৪দিন পূর্বে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে তারা ওই পথ দিয়ে বের হতে পারছে না।

এব্যাপারে ওই বাড়ির জলিল খাঁ ও তৈয়ব আলী খাঁ বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের সময় আমরা পথের কথা বলেছিলাম উপজেলা প্রশাসনকে। তখন উপজেলা প্রশাসন পথ করে দেবে বলে আমাদের আশ্বাস দিয়েছিল। বর্তমানে ওই আশ্রয়ন প্রকল্পের লোকজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে বেড়া দিয়েছি।

এব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, কোন পথ কেউ বন্ধ করতে পারেনা। যদি কেউ বন্ধ করে থাকে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।