ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫

চরমোনাই শালুকা বাজারে ষ*ড়*য*ন্ত্রে*র অভি*যোগে সংবাদ সম্মেলন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২২, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার :: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের শালুকা বাজারে দুই ব্যবসায়ীর তর্ক বির্তকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তকর তথ্য প্রচারের পাশাপাশি পরিকল্পিত ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে বারো টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে শালুকা মীরা বাড়ির বাজার কমিটির সভাপতি হাফেজ মো: শাহ আলম বলেন-

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাজারের ১৪ জন ব্যবসায়ীকে বিবাদী করে নগরীর রুপাতলী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান চৌধুরী (৪২) বাদি হয়ে বরিশাল এডিএম কোর্টে পর পর দুইটি মামলা দায়ের করেন। সম্প্রতি আদালতের বিচারক মামলা দুইটি খারিজ করে দেয়।

এদিকে গত ১৯/০৭/২০২৫ তারিখ শালুকা বাজারে রাত অনুমান ৯ টার সময় স্থানীয় সকল ব্যবসায়ীর সর্বসম্মতিক্রমে এক নৈশ ভোজের আয়োজন করা হয়। নৈশভোজের লাইটিং এর দায়িত্ব দেওয়া হয় বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মামুন হাওলাদারকে। সন্ধ্যায় লাইটিং সিস্টেমে সমস্যার সৃষ্টি হয়। বাজার ব্যবসায়ী মো. বাহাদুর শরীফ লাইটিং সিস্টেমের সমস্যা সমাধান করতে বলে মামুনকে। বিষয়টি নিয়ে দুই জনের মধ্যে তর্ক-বির্তকের একপর্যায় মামুন ইট দিয়ে আঘাত করলে বাহাদুর শরীফের ডান হাতের কব্জি রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয় এবং পরবর্তীতে সকলে মিলে একত্রে রাত্রের খাবার খাওয়া হয়।

পরবর্তীতে ওই মেহেদী হাসান চৌধুরী ও আকিব হোসাইন ওরফে আপেল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক মামুন হাওলাদার কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কারণ হল- বাজার ব্যবসায়ীদের সাথে বাজারের জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মামুনকে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা লুটতে চায় মেহেদী হাসান চৌধুরী ও আকিব হোসাইন।

ইতোমধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তকর তথ্য প্রচার করে যাচ্ছে। এ ঘটনার অনুকূলে গত ২১/০৭/২০২৫ তারিখে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বাজার ব্যবসায়ী মো. বাহাদুর শরীফ।