ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫

বিমান বি*ধ্ব*স্তে হ*তা*হ*তে*র ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির গভীর শোক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২২, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঢাকার উত্তরার আশকোনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণিকক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার মর্মান্তিক ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি গভীর শোক প্রকাশ করছে।

ঘটনাস্থলে আগুনে পুড়ে অনেক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে এবং অনেকে এখনো গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। এই দুর্ঘটনা শুধু নিহতদের পরিবার নয়, পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর এমন ভয়াবহ বিপর্যয় আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি বিশ্বাস করে—দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া জরুরি। সেই সঙ্গে শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। এই দুর্ঘটনার মানসিক অভিঘাত দীর্ঘমেয়াদে বহু পরিবার ও শিক্ষার্থীকে ট্রমার মধ্যে ফেলবে—যা আমাদের জাতীয় মনস্তত্ত্বেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আমরা এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সকল সদস্যবৃন্দ।